ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সোমবার থেকে বাস চলবে, ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে

করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঝুঁকি কমাতে সিটি সার্ভিস ও দূর পাল্লার বাসের ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে গাড়ি চালানোর সিদ্ধান্ত হয়েছে। রবিবার থেকে ট্রেন ও লঞ্চ এবং সোমবার থেকে সিটি সার্ভিস ও দুর পাল্লার বাস চলবে।

শুক্রবার বানানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিআরটিএ) অনুষ্ঠিত সড়ক পরিবহন ও লঞ্চ মালিক–শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাস মালিক, শ্রমিক সংগঠন, বিআরটিএ এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, যাত্রীদের অবশ্যই মাস্ক পরে বাসে উঠতে হবে। আর পরিবহন মালিকেরা চালক ও সহকারীদের মাস্ক সরবরাহ করবেন। বাস ছাড়ার আগে জীবাণুমুক্ত করতে হবে। আর এসব বিষয় পর্যবেক্ষণ করবে বিআরটিএ, পুলিশ ও মালিক–শ্রমিক সংগঠন। এ জন্য ঢাকার গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে তিনটি কমিটি গঠন করা হবে।

এদিকে বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হলে পরিবহন মালিকদের লোকসান গুনতে হবে, এমন দাবি করে ভাড়া বৃদ্ধির দাবি তোলেন বাস মালিকরা। বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএর একটি স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি আছে। তারা শনিবার বৈঠকে বসে ভাড়ার বিষয়ে আলোচনা করবে।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ দেশ রূপান্তরকে বলেন, আমরা এর মধ্যে বাস মালিকদেরকে মাস্ক, গ্লাবস ও হ্যান্ড সানিটাইজার সরবরাহ করার নির্দেশ দিয়েছে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী তুলবেন। কেউ না মানলে আইন প্রয়োগকারী সংস্থা ও বিআরটিএ ব্যবস্থা নিবে। ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য শনিবার যৌথসভা অনুষ্ঠিত হবে।

ভাড়া বৃদ্ধির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এটা অযৌক্তিক। সকারের উচিত তেলের দাম কমানো এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা। চাঁদাবাজি বন্ধ হলে ভাড়া আরও কম নিলেও বাস মালিকরা লাভবান হবে। করোনাকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ গণ পরিবহন ব্যবহার করবেন। তারা সবাই চরম আর্থিক সংকটে আছে। এসময় ভাড়া বৃদ্ধি হলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। তাই ভাড়া না বাড়িয়ে চাঁদাবাজি বন্ধ করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গাড়ি চালানোর কথা বলেন তিনি।

ads

Our Facebook Page